Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামির দোষ স্বীকার   


১২ জানুয়ারি ২০২০ ১৭:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৮:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে দলগতভাবে ধর্ষণের মামলার প্রধান আসামি রতন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (নিরস্ত্র) শিকদার মহিতুল আলম আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) ভোররাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা রতনকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর থেকে ধর্ষণের শিকার ওই কিশোরী ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন।

কামরাঙ্গীরচর কিশোরীকে গণধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর