ভাটারায় শিশু গণধর্ষণ: প্রধান আসামি রাসেল রিমান্ডে
১২ জানুয়ারি ২০২০ ১৭:৪৬
ঢাকা: রাজধানীর ভাটারায় ১২ বছরের শিশুকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. রাসেল বাবুর চারদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জানুয়ারি) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গোলাম ফারুক আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এসময় আসামি পক্ষের আইনজীবী মো. সামছুজহা আসামি রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।
এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাসেলকে কুমিল্লার হোমনা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারী রাজধানীর ভাটারায় এক শিশু গণধর্ষণের শিকার হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিজেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে শিশুর স্বজনরা। এ ঘটনায় রাসেলকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করে ভাটারা থানায় মামলা দায়ের করেন গণধর্ষণের শিকার শিশুটির বোন।