মিরপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আটক ৫
১২ জানুয়ারি ২০২০ ১৭:৫৯
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোশেন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে দলীয় নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারণাকালে এই ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সংঘর্ষ এবং আটকের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘বিএনপি দুই ওয়ার্ডের দুই জন কাউন্সিলর প্রার্থী দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নিজেদের এলাকায় আগে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়েই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ জনকে আটক করেছে।’
তবে এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি।