ধারালো অস্ত্র দিয়ে শিশুকে হত্যার চেষ্টা, সৎ মা আটক
১২ জানুয়ারি ২০২০ ১৯:২০
রাঙ্গামাটি: ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি শিশুটির বাবার প্রথম স্ত্রী।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে রাঙ্গামাটি শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছুরি দিয়ে আঘাতের পর পালিয়ে যাওয়ার সময় কাউছার ফেরদৌস নামে ওই নারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।
অন্যদিকে আহত শিশু ফারজান আহম্মেদকে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলে গলায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, শিশুটির গলায় প্রায় ছয় ইঞ্চি কেটে গেছে ।
শিশু ফারজানের মা ফারজানা আক্তার জানান, দুপুরে ভেজা কাপড় নেড়ে দিতে ছাদে যান তিনি। এর কিছুক্ষণ পরই ছেলের চিৎকার শুনে নিচে নামেন। বাসার বাথরুমে গিয়ে দেখতে পান তার স্বামীর প্রথম স্ত্রী কাউছার ধারালো ছুরি দিয়ে তার ছেলেকে হত্যা করার চেষ্টা করছে। সে সময় ছেলের গলা দিয়ে রক্ত পড়তে দেখে চিৎকার দেন তিনিও। এক পর্যায়ে তাকেও ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন কাউছার। তাদের চিৎকারে স্থানীয়রা চলে আসে। এসময় কাউছার পালাতে চেষ্টা করলে তাকে ধরে ফেলে স্থানীয়রা।
রাঙ্গামাটি সদর হাসপাতাকের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, আহত শিশুটিকে গলায় লম্বা কাটার দাগ রয়েছে। প্রায় ছয় ইঞ্চির মতো কাটা গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হচ্ছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় কর্তব্যরত দুই পুলিশ সদস্য দুই ব্যাগ রক্ত দিয়েছেনে শিশুটিকে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ জানিয়েছেন, শিশু ফারজানকে হত্যাচেষ্টার অভিযোগে কাউছার ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।