Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিক ব্যাংক কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত


১২ জানুয়ারি ২০২০ ১৯:২৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমিয়ে এনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বেতন-ভাতা কমানোর সিন্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ব্যাংকের ৬ কর্মকর্তার দায়ের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বার সভাপতি সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। আদেশের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২২ ডিসেম্বর বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল এবং রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের সব কর্মকর্তার বেতন কমিয়ে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে চিঠি জারি করা হয়। চিঠিটি ব্যাংকটির সব শাখার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, বেসিক ব্যাংক বিগত সাত বছর ধরে ক্রমাগত লোকসানে থাকায় ২০১৩ সালের প্রবর্তিত ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো। গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টপ নিউজ বেতন-ভাতা বেসিক ব্যাংক হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর