মুজিববর্ষ উদযাপনে প্রধান বিচারপতির নেতৃত্বে কমিটি
১২ জানুয়ারি ২০২০ ২১:৫৫
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কমিটি গঠন করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এ বিষয়ে নীতিনির্ধারণী দিক-নির্দেশনা প্রদান এবং অনুষ্ঠানগুলোর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের প্রধান বিচাপতির সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির নেতৃত্বে রোববার প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৯ জানুয়ারি কামিটির দ্বিতীয় সভায় জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।
কমিটির সভাপতি হিসেবে আছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সদস্য হিসেবে আছেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
আরও পড়ুন-
‘মুজিববর্ষে নিয়োগ দেওয়া হবে পাঁচ হাজার চিকিৎসক ও ১০ হাজার নার্স’