প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফসিউল্লাহ্
১৩ জানুয়ারি ২০২০ ০৪:২২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে মো. ফসিউল্লাহকে বদলিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১২ জানুয়ারি) গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেয়।
মো. ফসিউল্লাহ ২০১৪ খ্রিষ্টাব্দের ১৯ নভেম্বর ব্যানবেইসের পরিচালক পদে যোগ দেন এবং ২০১৮ খ্রিষ্টাব্দের ৪ জুন প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদে যোগদান করেন। ব্যানবেইসে যোগ দেওয়ার আগে তিনি আইসিটি বিভাগের আওতায় ইনফো সরকার ফেস-২ এর উপ-প্রকল্প পরিচালক ২০০৭-২০১২ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইউনেস্কোর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
ফসিউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। বিভিন্ন সময়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।