Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব


১৩ জানুয়ারি ২০২০ ১৪:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকায় বায়ু দূষণের কারণ এবং দূষণরোধে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ ফেব্রুয়ারি তাকে তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এছাড়া সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাইদ আহমেদ রাজা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব ব্যাংকের ৩০০ কোটি টাকার যে প্রকল্প ছিল সেটি পরিবেশ অধিদফতর কিভাবে ব্যয় করেছে, পরিবেশ উন্নয়নে কি ধরনের ভূমিকা রেখেছে, এতে জনগণ কি ধরনে সুফল পাচ্ছে অর্থাৎ পুরো প্রকল্পের টাকা কিভাবে ব্যয় হয়েছে তা সবিস্তারে ব্যাখ্যা দিতে তলব করেছেন আদালত।’

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতর বায়ু দূষণ বায়ুদূষণ প্রতিরোধ রাজধানীতে বায়ুদূষণ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর