Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএমের ‘কারচুপি’ পর্যবেক্ষণেই শেষপর্যন্ত ভোটে থাকলেন সুফিয়ান


১৩ জানুয়ারি ২০২০ ১৭:৩২

চট্টগ্রাম ব্যুরো: ভোটগ্রহণের মাঝে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে পুনঃনির্বাচনের আবেদন করলেও শেষপর্যন্ত ভোটের মাঠেই থাকলেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। নির্বাচন বর্জনের গুঞ্জণ ছড়িয়ে পড়লেও ধানের শীষের প্রার্থী দিনশেষে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সোয়া তিনটায় নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিএনপি নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন আবু সুফিয়ান। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির এই প্রার্থী সংবাদ সম্মেলনে জানান, শেষপর্যন্ত ভোটে থেকে ইভিএমে কীভাবে কারচুপি করা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে চাই।

বিজ্ঞাপন

সুফিয়ান বলেন, ‘এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না। এই নির্বাচন প্রমাণ করেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটাধিকার আদায় করা যাবে না।’

এর আগে, দুপুর সোয়া একটায় প্রথমে সাংবাদিকদের জানিয়েছিলেন, অনিয়মের জন্য ভোটগ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসারের কাছে পুনঃনির্বাচন চেয়েছেন তিনি। বিকেলের সংবাদ সম্মেলনেও সুফিয়ান একই দাবি করে বলেন, ‘নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দাবি করছি। তবে এখন নির্বাচন বর্জন করছি না।’

উপনির্বাচন (চট্টগ্রাম-৮): ফের ভোট চান বিএনপির প্রার্থী

 

তিনি আরও বলেন, ‘ব্যপক অনিয়ম হয়েছে নির্বাচনে। কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নৌকার সমর্থকদের হামলায় ৫০ জন আহত হয়েছে।’

এ সময় নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর বহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনবারের সাংসদ জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ এবং বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে।

বিজ্ঞাপন

আবু সুফিয়ান চট্টগ্রাম ৮ উপ-নির্বাচন বিএনপি প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর