সিপিজে’র প্যারালিগাল সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন শুরু
১৩ জানুয়ারি ২০২০ ১৭:৫৩
ঢাকা: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) ‘প্যারালিগাল সার্টিফিকেট কোর্স’ এর প্রথম ব্যাচের ভর্তি আবেদন শুরু হয়েছে। সমাজের বিচারপ্রত্যাশী জনগোষ্ঠী ও বিচারব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে দক্ষ প্যারালিগাল হিসাবে গড়ে তোলাই এই কোর্সের উদ্দেশ্য।
প্যারালিগাল সার্টিফিকেট কোর্স লিড মোতাহার হোসেন আকন্দ জানান, ব্র্যাকই বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে ‘প্যারালিগাল সার্টিফিকেট কোর্স’। ২০২০ সেশনে সাত দিনব্যাপী আবাসিক এই কোর্সে ভর্তির আবেদন গত ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের হতে হবে এবং বয়সের কোনো সুনির্দিষ্ট সীমারেখা নেই।
ভর্তিসহ বিস্তারিত জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, বিল্ডিং-৭, লেভেল-৯, ৪৩ মহাখালী (রবি-বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে) বা +৮৮০৯৬১৭৪৪৫১৭১ / ০১৭৪৩৯৬০৪৪৮ নাম্বারে যোগাযোগ করা যাবে।
এছাড়া অনলাইনে (https://form.jotform.com/200050615625443) এই লিংকেও আবেদন করা যাবে।