Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় নব্য জেএমবি আটক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার


১৩ জানুয়ারি ২০২০ ২২:২৫

ঢাকা: সাভারের আশুলিয়া গোকুল নগর এলাকায় জঙ্গি উপস্থিতি টের পেয়ে ঘিরে রাখা বাড়ি থেকে শায়লা শারমিন নামে এক নারীকে আটক করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, শায়লা জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য। তার স্বামী তার স্বামী তানভীর সংঠনটির আইটি বিভাগের প্রধান। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

এর আগে বিকেল থেকে আশুলিয়া থানা পুলিশ পাথালিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের ই/সি ব্লকের ৭৬৬ বাড়িটি ঘিরে রাখে। সিটিটিসি ইউনিটের সদস্যরা যাওয়ার পরে অভিযান চালানো হয়।

অভিযানে পেট্রোল বোমা, ছুড়ি, স্ক্রু ড্রাইভার, খেলনা পিস্তল, হার্ড ডিস্ক ও স্বয়ংক্রিয় বোমা তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য লেহাজ জানান, বাড়িটির মালিক আকতার হোসেন সৌদি আরবে থাকেন। শায়লা শারমিন নামে মেয়েটি ১৫ দিন আগে শিরিন সুলতানার কাছ থেকে দোতলা বাড়ির নিচতলা ভাড়া নেন।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর