Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দারোয়ান গ্রেফতার


১৩ জানুয়ারি ২০২০ ২৩:২১

চট্টগ্রাম ব্যুরো: প্রতিবেশী সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মোহাম্মদ রফিক ভূঁইয়া (৪৫) নগরীর খাতুনগঞ্জের নবী মার্কেটে দারোয়ান হিসেবে কর্মরত।

আক্রান্ত শিশুর বাবা পেশায় গাড়িচালক। তিনি সারাবাংলাকে জানান, তার স্ত্রী গৃহপরিচারিকার কাজ করেন। গত শুক্রবার (১০ জানুয়ারি) সকালে প্রতিবেশী রফিক বাসায় মেয়েকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

শনিবার (১১ জানুয়ারি) বিষয়টি জানতে পারেন মেয়েটির বাবা। রোববার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া রফিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মেয়েটির বাবা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এরপর আমরা খাতুনগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি।

দারোয়ান গ্রেফতার ধর্ষণচেষ্টা শিশুকে ধর্ষণচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর