Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে সিরিজ বোমা হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


১৩ জানুয়ারি ২০২০ ২৩:৪০

কুয়াকাটা (পটুয়াখালী): সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালানোর অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মঈনুল হাসান এ তথ্য জানান।

এর আগে রাত ২টায় পটুয়াখালীর মহীপুর থানার আলীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জঙ্গি সদস্য বিলাল মিয়ার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মোয়াজ্জেমপুর এলাকায়। তার বাবার নাম নূরুল আলম। ঘটনার পর থেকে বিলাল মিয়া আত্মগোপনে ছিলেন।

মঈনুল হাসান জানান, ২০০৫ সালে সারাদেশে বোমা হামলা চালিয়েছিল জেএমবি। সেই মামলার বিলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন আদালত। তিনি বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে একাধিক ছদ্মনাম ব্যবহার করে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জের প্রত্যন্ত এলাকায় পালিয়ে ছিলেন। সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহীপুরে রাজমিস্ত্রির কাজ নেন তিনি। পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি চৌকস দল তার ওপর নজরদারি করছিল।

জঙ্গি জেএমবি সিরিজ বোমা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর