Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যারি-মেগানের ‘সাময়িক শূণ্যতা’ রানি মেনে নিয়েছেন


১৪ জানুয়ারি ২০২০ ০৯:১৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ রাজপরিবারে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের ‘সাময়িক শূণ্যতা’ মেনে নিয়ে, তাদের ইচ্ছামাফিক অবসর উদযাপনের পক্ষে মত দিয়েছেন রানি এলিজাবেথ। রাজকিয় এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, দীর্ঘ ছুটি কাটিয়ে বড়দিনে রাজকিয় আয়োজনের যোগ দেওয়ার পর এক ইনস্টাগ্রাম পোস্টে হ্যারি-মেগান দম্পতি জানিয়েছিলেন, তারা অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, রাজকার্য থেকে সরে দাঁড়াবেন। প্রগতিশীল নতুন কোনো কাজ নিয়ে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল ভ্রমণের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। রাজপরিবারের কাউকে না জানিয়ে হ্যারি-মেগান দম্পতির এমন ঘোষণায় রানিসহ অন্যান্য সদস্যরা ক্ষুব্ধ ছিলেন। পরে রানি জরুরি বৈঠক ডেকে রাজপরিবারের অন্যান্যদের সাথে কথা বলার মাধ্যমে, হ্যারি-মেগানের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/B7EaGS_Jpb9/

ওই দম্পতির ব্যাপারে রানি এলিজাবেথ তার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, তাদের ছুটি কাটানোর ব্যাপারে প্রাসাদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে রাজকার্যে অংশ নেওয়ার ব্যাপারে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় ততই মঙ্গল।

ইতোমধ্যেই, শিশুপুত্রকে সাথে নিয়ে কানাডায় অবস্থান করছেন মেগান। প্রিন্স হ্যারিরও তার সাথে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ওই দম্পতির স্থায়ীভাবে কানাডায় বসবাসের ব্যাপারে এখনও তার কাছে কোনো তথ্য নেই।

প্রসঙ্গত, রাজপরিবারের ওপর মিডিয়ার মাত্রাতিরিক্ত নজরদারি এবং রাজকীয় পানসে জীবনযাপন নিয়ে দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন প্রিন্স হ্যারি। এক পর্যায়ে তিনি উৎকণ্ঠা প্রকাশ করে বলেছিলেন, মেগানকেও তার মা ডায়ানার ভাগ্য বরণ করতে হতে পারে।

ব্রিটিশ রাজ পরিবার রানি এলিজাবেথ হ্যারি-মেগান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর