Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনু-রুপন ৪ দিনের রিমান্ডে


১৪ জানুয়ারি ২০২০ ১৪:১২

ঢাকা: ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা দুই ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মানি লন্ডারিং আইনের মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন। সেইসঙ্গে এ দুই ভাইয়ের আশ্রয়দাতা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী শেখ সানি মোস্তফার তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর মেহেদী মাকসুদ আসামিদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, এনামুল হক এনু একজন পেশাদার ক্যাসিনো বা জুয়া ব্যবসায়ী। মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের অবৈধ ক্যাসিনো খেলা পরিচালনাকারীদের অন্যতম সক্রিয় সদস্য। এনুর বিশ্বস্ত কর্মচারী মামলার এজাহারনামীয় আসামি হারুন অর রশিদের ক্যাসিনো থেকে উপার্জিত অর্থ আড়াল করার উদ্দেশ্যে লুকিয়ে রাখে। হারুনের বাসায় অভিযান চালিয়ে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। আর শেখ সানি মোস্তাফা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবে এনুর নিয়োগকৃত বিশ্বস্ত কর্মচারী।

অন্যদিকে রুপর ভূঁইয়া ক্যাসিনো থেকে উপার্জিত অবৈধ অর্থ আড়াল করতে বাড়িতে লুকিয়ে রাখে। র‌্যাব-৩ তার বাসায় অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ১৬ হাজার ৩০০ টাকা এবং আড়াই কোটি টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করে। র‌্যাব ওয়ান্ডারার্স ক্লাবে অভিযান পরিচালনাকালে রুপন কৌশলে পালিয়ে যায়। ক্যাসিনো থেকে উপার্জিত অর্থ আরও কোনো জায়গায় রাখা হয়েছে, ওয়ান্ডারার্স ক্লাবের সাথে কি উপায়ে কার মাধ্যমে যোগাযোগ করে ক্যাসিনো পরিচালনা করতো, আসামিদের গ্রেফতারের সময় বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন এ তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

এ সময় আসামিদের পক্ষের আইনজীবী শাম্মী আক্তার এবং ওসমান গণি রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুর রউফ এ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় এনু-রুপনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২টি জমির দলিল, পাঁচটি গাড়ির কাগজপত্র ও ৯১টি ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৪০ লাখ টাকা ও ১২টি মোবাইল জব্দ করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, এনামুলের আয়কর নথি, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোপন সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তার বৈধ আয়ের কোনো উৎস নেই। সে ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ উপায়ে আয় করা অর্থ দিয়ে প্রচুর সম্পদ অর্জন করেছে। এসব তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সে অবৈধ আয়ের মাধ্যমে দেশে–বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের কাছে তথ্য আছে।

এছাড়া এনামুলের ভাই রুপন ভূঁইয়ার মামলার এজাহার থেকে জানা যায়, রূপন ভূঁইয়া অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এদিকে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা করেছে। ২৩ অক্টোবর সংস্থাটির ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। এ দুই ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করার এক মাস পর ওই মামলা করে দুদক। এর আগে র‌্যাব তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে তিন থানায় সাতটি মামলা করে।

এনু-রুপন টপ নিউজ রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর