Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরের কোনাবাড়িতে জুটের গুদামে আগুন


১৪ জানুয়ারি ২০২০ ১৬:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ঠান্ডুর ঝুট গুদামে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের ৯টি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ২টি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং ডিবিএল’র একটি ইউনিটসহ ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘ওই এলাকায় প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে। কিন্তু আশেপাশে কোথাও পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন ঘটে।’

বিজ্ঞাপন

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আগুন কোনাবড়ি গাজীপুর গোডাউন ঝুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর