ভুলক্রমে মিসাইল ছুড়ে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিতের ঘটনায় ইরানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ জানুয়ারি ওই দুর্ঘটনায় ইরান-কানাডাসহ বিভিন্ন দেশের ১৭৬ যাত্রী মারা যান।
ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছেন বলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়।
গোলামহোসেইন ইমাইলি নামের মুখপাত্র জানান, ঘটনাটির তদন্ত হচ্ছে। তবে তিনি এরচেয়ে বেশি তথ্য প্রকাশ করেননি।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, একটি বিশেষ আদালতে বিমান বিধ্বংসের বিচার হবে।
প্রসঙ্গত, ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি দক্ষিণ-পশ্চিম তেহরানের পারান্দ এলাকায় বিধ্বস্ত হয়। বিমানের যাত্রীদের মধ্যে ৫৭ জন কানাডিয়ান, ৮২ জন ইরানের, ১১ জন ইউক্রেনের। আরও ছিলেন যুক্তরাজ্য, জার্মানি, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের মধ্যে বিমানটি ভূপাতিত হয়। ইরান প্রথমে এ ঘটনা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে স্বীকার করে, যুক্তরাষ্ট্রের ক্রুজ মিসাইল ভেবে ইউক্রেনের উড়োজাহাজে মিসাইল ছোড়ে দেশটির আকাশ প্রতিরক্ষায় নিয়োজিত সদস্যরা। এটি একটি মানবিক ভুল। যেটির বিচার হবে।