Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহ চৌধুরী অবরুদ্ধ


১৪ জানুয়ারি ২০২০ ১৭:৩১

সাভার (ঢাকা): বৈধ ভিসির নিয়োগের দাবিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরীকে অবরুদ্ধ রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের সময় শিক্ষার্থীরা বাইরে থেকে রুমে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে আসেন। ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) তার কাছে বৈধ উপাচার্য নিয়োগের দাবি, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেটের দাবি তুলে ধরেন।

পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে শিক্ষার্থীরা কোনো প্রশ্নের জবাব না দেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর