আশুলিয়ার নারী জঙ্গি শায়লা ৪ দিনের রিমান্ডে
১৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৬
ঢাকা: আশুলিয়ার গোকুলনগর এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার নব্য জেএমবির সদস্য শায়লা শারমিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এই রিমান্ডের আদেশ দেন।
এদিন শায়লা শারমিনকে পুলিশ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে শায়লা শারমিনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
জঙ্গি আস্তানা সন্দেহে সোমবার (১৩ জানুয়ারি) গোকুলনগরের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে ওই বাড়িতে পেট্রোল বোমা, ছুড়ি, স্ক্রু ড্রাইভার, খেলনা পিস্তল, হার্ড ডিস্ক ও স্বয়ংক্রিয় বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতার করা হয় শায়লাকে।
জঙ্গি জঙ্গি আস্তানায় অভিযান জঙ্গি শায়লা নব্য জেএমবি নারী জঙ্গি রিমান্ড