ছোট কিন্তু ভয়ংকর আগ্নেয়গিরি ‘তাল’ (ভিডিও)
১৪ জানুয়ারি ২০২০ ১৯:২৬
ফিলিপাইনের লুজন দ্বীপে গত কয়েকদিন ধরে সক্রিয় হয়েছে তুলনামূলক ছোট, কিন্তু ভয়ংকর ক্ষতিসাধনে সক্ষম আগ্নেয়গিরি তাল। অগ্ন্যুৎপাতের ফলে দ্বীপটির আশেপাশের এলাকা ধোঁয়া ও ছাইতে ঢেকে যাচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা জানিয়েছেন, আগ্নেয়গিরির লাভা উদগিরণ আরও বিপর্যয়কর হতে পারে। খবর বিবিসির।
ফিলিপাইনস ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বিভাগের প্রধান রেনাটো সোলিডাম বলেন, এটি খুব ছোট কিন্তু বিপজ্জনক আগ্নেয়গিরি।
গত কয়েক দশকে তাল আগ্নেয়গিরিতে অন্তত ৩৫বার অগ্ন্যুৎপাত ঘটে। সর্বশেষ আগ্নেয়গিরিটি জেগে উঠেছিল ১৯৭৭ সালে। এরমধ্যে ১৯১১ সালে এক অগ্ন্যুৎপাতে ১৩ শ জনের মৃত্যু হয়েছিল।
মার্কিন ভলকানোবিদ জেস ফোনিক্স জানান, তালের একাধিক উদগিরণের ইতিহাস রয়েছে। ৩০ কিলোমিটারের মধ্যে বেশকিছু শহর রয়েছে যেগুলোর জনসংখ্যা ১ লাখের ওপরে। খুব বেশি দূরে নয় রাজধানী ম্যানিলাও। ১৪ কিলোমিটার ডেঞ্জার জোনের নতুন বিপদরেখায় প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষের বসবাস।