গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় শাবানা বেগম (২৭) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, টিউবওয়েলের হাতলের আঘাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে রক্ত মাখা টিউবওয়েলের হাতল পাওয়া যাওয়ায় এই ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী মণ্ডলপাড়া থেকে শাবানা বেগমের মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রোকন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, পূর্বের মামলায় গ্রেফতারের ভয়ে রোকন মিয়া আত্মগোপনে রয়েছেন। ১০ বছর বয়সী ছেলে শিপন মিয়াকে নিয়ে শাবানা বাড়িতে থাকতেন। সকালে বাড়ির উঠানে কলপারে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন তথ্যের নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ।