Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাম্প-স্টোকস অস্ত্র নিষিদ্ধ করলেন ট্রাম্প


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়ন্ত্রণের পক্ষে আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ‘বাম্প-স্টোকস’ অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  এই অস্ত্র ব্যবহার করে গত বছর লাস ভেগাসে বন্দুকধারী ৫৮ জনকে গুলি করে হত্যা করেছিল।

এ ধরনের অস্ত্র এক মিনিটে শত শত রাউন্ট গুলি বর্ষণ করতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,  এই অস্ত্র নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে বিচারবিভাগকে তিনি নির্দেশ দিয়েছেন। বুধবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

গত সপ্তাহে ফ্লোরিডায় স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহত হয়। এরপর থেকে দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি অব্যাহত আছে। রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন হাজারো শিক্ষার্থী। সোমবার হোয়াইট হাউসের সামনে শুয়ে বিক্ষোভ করেন একদল যুবক।

অব্যাহত বিক্ষোভের মুখে অস্ত্র নিষেধাজ্ঞার এ সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

সারাবাংলা/আইএ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর