Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারখানার তপ্ত লোহায় ঝলসে গেলেন পাঁচ শ্রমিক


১৪ জানুয়ারি ২০২০ ২২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রড তৈরির একটি কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকায় সীমা স্টিল রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন— রাজীব বিশ্বাস (৩৩), যত্নময় ত্রিপুরা (২২), আবু হাছান (২৪), মো. বাবুল (৩৪) এবং মো. কাশেম (৪০)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে জানতে পারি, লোহা গলানোর সময় বিস্ফোরণ হয়েছে। তাতে পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত, হাসপাতালে চিকিৎসা চলছে। আরও দু’জন সামান্য আহত হয়েছেন। কিভাবে বিস্ফোরণ হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

দগ্ধ রড তৈরির কারখানা