Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারিয়াকান্দিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন বুধবার


১৪ জানুয়ারি ২০২০ ২২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: সারিয়াকান্দি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন বুধবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সামাদ সারাবাংলাকে বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন— শাহিনুর বেগম (ফুটবল), গোলাপী বেগম (পদ্মফুল), শিউলী বেগম (প্রজাপতি) ও মাহমুদা বেগম মুক্তা (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার রয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৫১ জন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে র‌্যাব, পুলিশ, বিজিবি এবং আনছার বাহিনী নিয়ে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পিলু মমতাজের মৃত্যুতে এই পদটি শূন্য হয়।

ভোটগ্রহণ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর