Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর কারণে দেশবাসী বাংলায় কথা বলতে পারছে’


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প্যমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বস্তরে বাংলা ভাষা চালুর ব্যাপারে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার আন্তরিক প্র‌চেষ্টায় দেশ এগিয়ে যা‌চ্ছে।

তিনি বলেন, যুদ্ধাপরাধী ‌ও জঙ্গিরা মি‌লে দেশ‌কে পি‌ছি‌য়ে দি‌তে চায়। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, এজন্য বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি বিশ্ব‌বিদ্যালয় ক‌লেজের নিজস্ব অর্থায়নে নব‌নি‌র্মিত শহীদ মিনারের ফলক উম্মোচন ও ভাষা শহীদদের সম্মানে পুষ্প্যমাল্য অর্পণ করেন গোলাম দস্তগীর গাজী।

এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমা‌য়েত হো‌সেন, আজমত ও আব্দুল মান্নান মু‌ন্সি, মুড়াপাড়া সরকারি বিশ্ব‌বিদ্যালয় ক‌লেজ ছাত্র সংস‌দের ভি‌পি শাহ‌রিয়ার পান্না সো‌হেল, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য বিউ‌টি আক্তার কু‌ট্টি, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল প্রমুখ।

সারাবাংলা/ এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর