৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
১৫ জানুয়ারি ২০২০ ১১:০৮
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে মাঝ নদীতে আটকে পড়া ১০টি ফেরি উভয় ঘাটে ফিরেছে। এর আগে, সাড়ে ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবোঝাই শতাধিক যানবাহন পাটুরিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন- বিআইডবিউটিসি আরিচা সেক্টরের ভারপ্রাপ্ত ডিজিএম এম জিল্লুর রহমান জানান, বুধবার (১৫ জানুয়ারি) ভোর রাত থেকে কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদূর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে ১০টি ফেরি।
তিনি জানান, ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। তবে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।