Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি আচরণবিধিতে সজাগ দৃষ্টি রাখছি: তাপস


১৫ জানুয়ারি ২০২০ ১৩:৩১

ফাইল ছবি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। পাশাপাশি আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সতর্ক রয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ধোলাইরপাড় এলাকায় নির্বাচনি প্রচারণায় নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিন তিনি শ্যামপুর ও কদমতলী থানায় নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন।

তাপস বলেন, ‘ঢাকাবাসীর কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের রূপরেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমাকে তারা অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রাখছেন। আগামী ৩০ জানুয়ারি নৌকার বিপুল ভোটে জয় হবে। যদি দায়িত্ব পাই তাহলে ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে প্রথম দিন থেকেই কাজ শুরু করব। সেইসঙ্গে আমরা একটি উন্নত ঢাকা গড়ে তুলব।’

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে তাপস বলেন, ‘আমরা চেষ্টা করছি আচরণবিধি যেন লঙ্ঘন না হয়। আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও এগুলো মনিটরিং করছে। আমরা যখন যেটা জানতে পারছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। এলাকাভিত্তিক থানা ও ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারপরও গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিছুটা হয়তো জনগণের অসুবিদা হতে পারে। আমরা বিষয়গুলো আরও সচেতনতাভাবে দেখব।’

তিনি আরও বলেন, ‘আমি যেখানে যাচ্ছি সেখানেই নির্দেশনা দিচ্ছি, সবাই যেন সুশৃঙ্খভাবে অংশগ্রহণ করে। সাধারণ মানুষের যেন কোনো ভোগান্তি না হয়। সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে। উৎসব মুখর পরিবেশে নির্বাচন পরিবেশ এখন বজায় রয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রতিদ্বন্দিতা পূর্ণ একটি নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

ভোটেরদিন স্বরস্বতী পূজা পড়ছে এ বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, ‘প্রার্থী হিসেবে নির্বাচনী তফসিল দেওয়ার পরই আমি আমার কাজ শুরু করেছি। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী এটা ভুল হয়ে গেছে। ‍এজন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। নির্বাচন যেহেতু নির্ধারিত তারিখেই হবে তাই আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে।’

টপ নিউজ ডিএসসিসি ফজলে নূর তাপস সজাগ দৃষ্টি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর