Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে পালিত হচ্ছে ভাষা দিবস


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১১

সারাবাংলা ডেস্ক

ঢাকা: আজ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশে ভাষা শহীদদের স্মরণ করছে বাঙালি জাতি। বাংলাদেশের প্রতিটি জেলার শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা জানাতে রাতের প্রথম প্রহর থেকেই বাড়তে থাকে মানুষের ভিড়।

সারাবাংলার প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হল:

নরসিংদী: নরসিংদীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। শহরের স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। পর্যায়ক্রমে জেলা পুলিশ, জেলা পরিষদ, পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুমিল্লা:  নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। রাত ১২ টা ১ মিনিটে কুমিল্লা কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক জাহাংগীর আলম।

নারায়ণগঞ্জ: রাতের প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জবাসী। রাত ১২ টা ১ মিনিটে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া। পরে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

চুয়াডাঙ্গা: বিনম্র শ্রদ্ধায় চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল। রাত ১২ টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ময়মনসিংহ: সারা দেশের মতো ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। ময়মনসিংহ শহরের টাউনহল চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম  প্রহরে ফুল দিয়ে দিবসের সূচনা করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মানিকগঞ্জে: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রিাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

নোয়াখালী: একুশের প্রথম প্রহরে নোয়াখালী কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মাহবুবে আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পৌর মেয়র সহিদ উল্লাহ খান সোহেল।

মৌলভীবাজার : মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

প্রথমে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এরপর জেলা প্রশাসন, জেলা পরিষদ , জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, পেশাজীবি সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সারাবাংলা/ এমএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর