Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইনকিলাব সম্পাদকের জামিন


১৫ জানুয়ারি ২০২০ ১৪:২৮

ঢাকা: অবৈধ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ এম এম বাহাউদ্দীন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

২০১৯ সালের ৪ নভেম্বর মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। মামলায় ১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাহাউদ্দীন ১ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দেওয়া হয়। ২০১৭ সালের পহেলা নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। তাতে ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন বাহাউদ্দীন। এ মামলায় গত ১৮ নভেম্বর এ এম এম বাহাউদ্দীন হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত ওই সময় তাকে চার সপ্তাহের জামিন দেন।

অবৈধ ইনকিলাব দৈনিক ইনকিলাব সম্পত্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর