Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলা, হুমকি ও বাধাতে আমরা থামব না: তাবিথ


১৫ জানুয়ারি ২০২০ ১৪:৩৯

ঢাকা: নির্বাচন কমিশন থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আমাদের প্রচার মাইক কেড়ে নিয়েছে। নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। মোবাইলে হুমকি দিচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনকে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। হামলা, হুমকি ও বাধাতে আমরা থামব না।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর বাড্ডা রহমাতুল্লাহ গা‌র্মেন্টসের সাম‌নে থে‌কে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে ৬ষ্ঠ দিনের প্রচারণা শুরুর পর বেরাইদ এলাকায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তাবিথ আউয়াল বলেন, ‘এতদিন বিএন‌পি প্রার্থী‌দের পোস্টার ছিঁড়ে ফেলা হ‌তো। এখন মাইক কে‌ড়ে নেওয়া হ‌চ্ছে। পোস্টার না লাগা‌তে হু‌মকি-ধাম‌কি দেওয়া হ‌চ্ছে। হামলা করা হ‌চ্ছে। পুলিশ দিয়ে অনেককে গ্রেফতার করানো হচ্ছে। প্রতি‌দিন নতুন নতুন পদ্ধ‌তি‌তে প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হ‌চ্ছে। কোথাও লেভেলে প্লেয়িং ফিল্ড নেই। সবখানে ক্ষমতাসীন দলের প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করছেন।’

নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভোটের প্রচারের আর মাত্র ১২ দিন বাকি আছে। এই সময়ে যেন সব প্রার্থী সমানভাবে প্রচারণা চালাতে পারে সেই ব্যবস্থা করুন।’

তাবিথ আউয়াল নির্বাচনি প্রচার বাধা হামলা হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর