Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত হলে ঢাকার জলাবদ্ধতা নিরসন করব: আতিকুল


১৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৭

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের একটি চ্যালেঞ্জ। নির্বাচিত হলে পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করবো ইনশাআল্লাহ্‌।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে আল রাজী হাসপাতালের সামনে নির্বাচনি গণসংযোগ শুরুর আগে এক পথসভায় আতিকুল ইসলাম এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘নৌকা প্রতীক মানে উন্নয়নের প্রতীক। উন্নয়ন চলছে, চলবে। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। নৌকার গিয়ার শুধু উন্নয়নের গিয়ার। আশা করছি, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ জন্য আসন্ন সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে আপনাদের। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন আপনারা।’

জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, `আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। কিন্তু আপনাদের সবাইকে নিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর একটি ঢাকা শহর গড়ে তুলবো। ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ। জলবদ্ধতা নিরসনে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করতে পারব ইনশাআল্লাহ্‌।’

তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ী হলে প্রথমেই যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তোলার উদ্যোগ নেব। বাস রুট রেশনালাইজেশনের কাজ করার জন্য বাস মালিকদের সঙ্গে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বিগত নয় মাসে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। এ সময় আমি কঠোর অনুশীলন করেছি। যদি আপনারা আমাকে নৌকা মার্কায় নির্বাচিত করেন তবে এ কঠোর অনুশীলনের কারণে আগামীতে সুন্দরভাবে প্রয়োগ করতে পারব।’

বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব।’

নির্বাচনী গণসংযোগের কারণে যেন জনদুর্ভোগ না হয় এ নিয়ে সমর্থকদের সজাগ থাকার আহবান জানান আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক মান্নান কচিসহ অন্যান্যরা।

নির্বাচনী প্রচারণার ষষ্ঠদিনে সকালে ফার্মগেটের আল রাজী হাসপাতালের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। এ দিন তার সঙ্গে যোগ দেন চলচ্চিত্র অঙ্গনের তারকা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের তারকারাও। উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, নায়িকা বাঁধন, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক ফুটবলার কায়সার হামিদসহ অন্যান্যরা আতিকুলের পক্ষে ভোট চান এবং পথচারীদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এদিন হলিক্রস স্কুল, ছাপড়া মসজিদ, লুকাস রেলগেট, নাবিস্কো, কুনিপাড়া বেগুনবাড়ি, তেজগাঁও এলাকায় গণসংযোগ চালাবেন আতিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

আতিকুল ঢাকা উত্তর মেয়রপ্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর