Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ও বাসের ধাক্কায় দু’জনের মৃত্যু


১৫ জানুয়ারি ২০২০ ২০:২৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ২০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে ও বাসের ধাক্কায় পৃথকভাবে দু’জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলার কমল মুন্সীর হাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত অলি আহমদ সওদাগর (৭০) চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত কবির আহমদের ছেলে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজারগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস অলি আহমদকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

এদিকে, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আউটার ক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, ট্রেনের একটি ইঞ্জিন ডক থেকে বের হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাওয়ার পথে রেললাইনে কাটা পড়েন অজ্ঞাতনামা ৩০-৩২ বয়সী এক যুবক। কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন ওসি।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু বাসের ধাক্কা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর