‘স্বপন মামা’র পাশে টিএসসির সংগঠনগুলো, বৃহস্পতিবার মানববন্ধন
১৫ জানুয়ারি ২০২০ ২১:৩৮
প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে মিথ্যা মামলা-হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চা বিক্রেতা ‘স্বপন মামা’র পাশে দাঁড়িয়েছে টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।
স্বপন মামার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার ও মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে জানিয়েছেন সংগঠনসমূহের নেতারা।
বুধবার(১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আবির রায়হান।
তিনি বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমরা, টিএসসির সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছি বহুবছর ধরে। আমাদের পরিবারের অংশীজন, আমাদের আত্মজ স্বপন মামার জীবনে ঘটে যাওয়া এ ঘটনায় আমরা যারপরনাই মর্মাহত। সদা হাস্যোজ্জ্বল, ক্যাম্পাসের যুগ যুগান্তরের প্রিয়মুখ স্বপন মামার মেয়ে, আমাদের ছোটবোনের সাথে ঘটে যাওয়া এ পৈশাচিক অপরাধের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বিএম জুবলি রহমান। তিনি বলেন, অভিযুক্ত ধর্ষকের জামিন বাতিল ও তার দায়ের করা নির্জলা মিথ্যা, হয়রানিমূলক মামলা থেকে স্বপন মামাসহ অভিযুক্তদের অব্যাহতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সদস্য তানভির হাসান, রাইসা নাসের, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ফয়সালসহ টিএসসিভিত্তিক বিভন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে স্বপন মামা নিজেও উপস্থিত ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ধর্ষণের ঘটনায় ন্যায্য বিচার দাবি করেন।