যৌন নিপীড়নের অভিযোগে আইডিয়াল স্কুলের গণিত শিক্ষক গ্রেফতার
২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৯
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার হওয়া এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইডিয়াল স্কুলের গণিত বিভাগের শিক্ষক আইয়ুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম সারাবাংলাকে এসব তথ্য জানান।
যৌন হেনস্থার শিকার হওয়া ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগ, দশম শ্রেণীতে পড়ুয়া তার মেয়ে গণিত শিক্ষক আইয়ুবের কাছে প্রাইভেট পড়ত। গত ১৭ ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে যেতে পারেনি তার মেয়ে। এ জন্য পড়ার গ্যাপ পুষিয়ে দিতে মঙ্গলবার সকাল তার মেয়েকে বাসায় ডেকে নেন ওই শিক্ষক। সকাল সাড়ে আটটার দিকে ওই শিক্ষকের স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে বের হলে শিক্ষার্থীকে প্রথমে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। একপর্যায়ে তাকে যৌন নিপীড়ন করে।
ওই শিক্ষার্থীর মায়ের দাবি, তার মেয়ে জোর করে শিক্ষকের ঘর থেকে বের হয়ে আসেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য গণিত শিক্ষক এ সময় ভয় দেখান।
মেয়ে বাসায় এসে কান্নাকাটি করে এবং এসব মাকে জানায়। এরপার মা পরিবারের সাথে পরামর্শ করে মামলা করেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী কমিশনার বলেন, গণিত শিক্ষক আইয়ুবকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত দুটোই চলছে।
সারাবাংলা/ইউজে/একে