Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিসি’র বাস থেকে ৮০ মণ জাটকা জব্দ


১৬ জানুয়ারি ২০২০ ২০:৫৪

বরিশাল: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস থেকে ৮০ মণ জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল এলাকা থেকে পুলিশ এসব জাটকা জব্দ করে। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে যশোর যাচ্ছিল।

এসময় জাটকা পাচারের সঙ্গে জড়িত অপু নামের এক ব্যবসায়ী ও বাসের সুপারভাইজার ফয়সালকে আটক করেছে পুলিশ।

সাহেবেরহাট বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, বাসটি থেকে ৮০ মণ জাটকা এবং ব্যবসায়ী ও বাসের সুপারভাইজারকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটিতে যাত্রী থাকার কারণে ছেড়ে দেওয়া হয়। আটক দু’জনকে মৎস্য বিভাগের নির্দেশে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সোর্পদ করা হবে।

জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘জাটকাগুলো ভোলার চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী শাহাবুদ্দিন যশোরে পাচার করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

৮০ মণ জাটকা জাটকা ইলিশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর