Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে রাজনৈতিক ঝুঁকি, চলতি বছরে বিশ্বজুড়ে আন্দোলন বাড়বে


১৬ জানুয়ারি ২০২০ ২১:২০

বিশ্বজুড়ে রাজনৈতিক ঝুঁকি বেড়েছে। ২০২০ সালে বিশ্বের প্রায় ৪০ শতাংশ দেশেই গণঅসন্তোষে প্রতিবাদ, বিক্ষোভের ঘটনা ঘটবে বলে জানিয়েছে রাজনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ভেরসিক ম্যাপ্লেক্রফট। বিশ্বের ১৯৫টি দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর গবেষণা করে এসব দেশের রাজনৈতিক ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাজ্যভিত্তিক এ গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ২০১৯ সালে গণঅসন্তোষের কারণে বিশ্বজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ব্যাপক বেড়েছে। বিশ্বের ১৯৫টি দেশের ৪৭টি দেশেই গেলো বছর আন্দোলনের ঘটনা ঘটেছে। তবে এ বছর এ সংখ্যা বেড়ে অন্তত ৭৫ হতে পারে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২৩টি বেশি দেশে গণঅসন্তোষের ফলে আন্দোলনের ঘটনা ঘটবে।

গবেষণা প্রতিষ্ঠানটির মতে, ২০১৯ সালে সবচেয়ে বড় ও প্রভাব বিস্তারকারী গণআন্দোলনের ঘটনা ঘটেছে হংকং ও চিলিতে। এসব অঞ্চলে আগামী দুই বছরের মধ্যে আন্দোলন পুরোপুরি স্তিমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এছাড়া বছর জুড়েই নাইজেরিয়া, লেবানন, বলিভিয়া রাজনৈতিক ঝুঁকিতে রয়েছে। চরম রাজনৈতিক ঝুঁকিতে রয়েছে ইথিওপিয়া, ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ে।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে দেখা যায়, এবছর রাজনৈতিক ঝুঁকির ক্ষেত্রে ইয়েমেনকে পিছনে ফেলে সুদান উপরে উঠে এসেছে। গত এপ্রিলে সুদানের শাসক অমর আল বাশারকে উৎখাতের পর ব্যাপক রাজনৈতিক সংকট পার করছে দেশটি। সুদানের সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থীদের মধ্যে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে শিয়া ও সুন্নিপন্থী দলগুলোর মধ্যে রাষ্ট্র ক্ষমতা দখলের দ্বন্দ্ব চলছে।

ম্যাপ্লেক্রফটের নতুন গবেষণার পূর্বাভাসে দেখানো হয়েছে, ২০২০ সালে বিশ্বের ৭৫টি দেশে আন্দোলনের ঘটনা ঘটবে। যা বিশ্বের মোট দেশের প্রায় ৪০ শতাংশ। এসব দেশে বিভিন্ন মাত্রায় আন্দোলন চলবে বলে জানায় ম্যাপ্লেক্রফট। এ তালিকায় বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারকারী দেশ রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক, থাইল্যান্ড ও ব্রাজিলের মত দেশ রয়েছে।

রাজনৈতিক ঝুঁকি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর