Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা


২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৪১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টায় ভাষা শহীদদের স্মরণে ইকেবুকুরো নিশিগিচি পার্কের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাপানের মিশন থেকে বুধবার এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা ও তোশিমা সিটি মেয়র ইউকিও তাকানো শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও প্রভাতফেরীর মাধ্যমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

দিবসটির প্রতি সম্মান জানিয়ে টোকিওর মিশন একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এতে আলোচনা পর্বে অংশ নেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ এর অধ্যাপক ড. কিয়োকো নিওয়া, এন.এইচ.কে’র সাবেক সিনিয়র প্রডিউসার কাজুহিরো ওয়াতানাবে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

আলোচনা পর্বে টোকিও বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ এর অধ্যাপক ড. কিয়োকো বলেন, বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে জাপানিরা বাংলা ভাষা শিখছে।

সারাবাংলা/জেআইএল/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কামাল আহমেদ মজুমদার গ্রেফতার
১৯ অক্টোবর ২০২৪ ০১:৪০

সম্পর্কিত খবর