Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝরাতে মেঘনায় ২ লঞ্চের সংঘর্ষ, ৮ যাত্রী আহত


১৭ জানুয়ারি ২০২০ ০৯:৫৫

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চ এমভি আওলাদ-৪ ও এমভি টিপু-১২-এর সংঘর্ষে আট যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে চারটি শিশু। তাদের সবার বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে মেঘনা নদীর আলুর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

আহত যাত্রীরা জানান, এমভি আওলাদ-৪ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে এবং এমভি টিপু-১২ চাঁদপুর থেকে পিরোজপুর জেলার হুলারহাটের উদ্দেশে রওনা হয়। পথে আলুর বাজার এলাকা অতিক্রমের সময় এমভি টিপু-১২ লঞ্চটি এমভি আওলাদ-৪ লঞ্চকে ধাক্কা দেয়। এতে আওলাদ লঞ্চে থাকা ৮ যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষে আওলাদ লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

আহত ৮ এমভি আওলাদ-৪ এমভি টিপু-১২ লঞ্চের সংঘর্ষ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর