Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি শিল্পে মন্দা, বিক্রি কমেছে রেনল্টের


১৭ জানুয়ারি ২০২০ ১৫:০৫

ফ্রান্সের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্টের বিক্রি কমেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রতিষ্ঠানটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এতে দেখা যায় ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে অটোমোবাইল নির্মাতা এ প্রতিষ্ঠানটির বিক্রি কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। গত বছর বিশ্ববাজারে ৩৭ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে রেনল্টের।

প্রতিবেদনে দেখা যায়, ইউরোপের বাজারে কিছুটা বাড়লেও বিশ্ববাজারে বিক্রি কমেছে রেনল্টের। ইউরোপে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে এ প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। ইউরোপে গেল বছরে রেনল্ট গাড়ি বিক্রি করেছে ১৯ লাখ ৪০ হাজার ইউনিট।

বিজ্ঞাপন

তবে চীন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাজারে মারাত্মক ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। চীনে ২০১৮ সালের তুলনায় রেনল্টের গাড়ি বিক্রি কমেছে ১৭ দশমিক ২ শতাংশ। আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য বাজারে কমেছে ১৯ দশমিক ৩ শতাংশ।

২০১৯ সালে বিশ্বজুড়ে অটোমোবাইল বাজারে মন্দাভাব লক্ষ্য করা গেছে। ভারতের বাজারে গাড়ি বিক্রি ব্যাপক হ্রাস পেয়েছে। এছাড়া চীনে অর্থনৈতিক মন্দাভাবের কারণেও বিক্রি কমেছে।

এদিকে ফ্রান্সে রেনল্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী গ্রুপ পিএসএ বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে দেখিয়েছে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি কমেছে ১০ শতাংশ। চীন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে এ প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি ব্যাপক হ্রাস পেয়েছে। ২০১৯ সালে ৩৮ লাখ ৮০ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।

রেনাল্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর