Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় যাত্রীবাহী বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


১৭ জানুয়ারি ২০২০ ১৫:৫০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাস অভি পরিবহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) আল আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অভি পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পরে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে পৌনে তিনটার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, অভি পরিবহনের বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বনানী এলাকা থেকে আটক করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই আল আরাফাত।

বিজ্ঞাপন

উত্তরা টপ নিউজ বাসচাপা মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর