আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাবির ২ শিক্ষার্থী হাসপাতালে
১৭ জানুয়ারি ২০২০ ১৬:১৫
ঢাকা: সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিক্ষার্থী দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ক সাহা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৭০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে জগন্নাথ হল ছাত্র সংসদের জি এস কাজল দাস অসুস্থ হয়ে পড়লে অনশনস্থলে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে, তিনি যেতে রাজি হননি। অনশনস্থল রাজু ভাস্কর্যের পাদদেশেই তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ সরস্বতী পূজার দিনে হওয়ায়, নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। দাবি মানা না হওয়া পর্ন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে, গত ১৪ জানুয়ারি থেকেই নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করতে গিয়ে শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর তারা নতুন কর্মসূচি হিসেবে রাজু ভাস্কর্যে আমরণ অনশন শুরু করেন।