সাংবাদিকের ওপর হামলা, জড়িতদের গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম
১৭ জানুয়ারি ২০২০ ১৭:৫৬
ঢাকা: চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িতদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকায় কর্মরত সংবাদকর্মীরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্যি যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে গত এক সপ্তাহেও খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করেনি। এছাড়া সিএমপি কমিশনার আসামির পক্ষ নিয়ে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।’
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের লজ্জা হয়, একজন পেশাদার ও অনুসন্ধানি সাংবাদিকের ওপর হামলা ও মামলার পরও আসামিরা গ্রেফতার হয় না। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই হামলার পর মামলা তুলে নিতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ফোন করেন কোন সাহসে? আমরা স্পষ্ট করে বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলায় জড়িতরা যতোই প্রভাবশালী হোক না কেন গ্রেফতার করুন, অন্যথায় বিকল্প ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল বলেন, ‘একজন সংসদ সদস্য ও একজন পুলিশ কর্মকর্তার পরিচয়ে প্রভাব দেখিয়ে হামলা হয়েছে। আবার মামলা তুলে নিতে যে কর্মকর্তা ফোন করেছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপির প্রতি অনুরোধ জানাচ্ছি।’
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম বলেন, ‘এর আগে আমরা হেলমেট বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হতে দেখেছি। কিন্তু বিচার তো দূরে শনাক্তকৃত কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। এই যে বিচারহীনতা, সাংবাদিক নির্যাতনের পর আসামিদের পার পাওয়া তা পুলিশ প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না। বরং এবার সাংবাদিক মাহমুদ হোসাইনের ওপর হামলায় খোদ সিএমপি কমিশনার আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আসামি তার আত্মীয় বলে তার পক্ষ নিয়েছেন।’
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য বাতেন বিপ্লব বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় সমাজের অন্যায়গুলো তুলে ধরায় অনেকবারই নির্যাতন চালানো হয়েছে অনুসন্ধানী সাংবাদিকদের। কিন্তু বিচার মেলেনি। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও প্রধানমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছেন। কিন্তু সাংবাদিক নির্যাতন সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। সাংবাদিক মাহমুদকে যারা নির্যাতন করেছে তারা অপরাধী। তাদের পরিচয়ও শনাক্ত। আমরা আশা করছি পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করবে।’
মানববন্ধনে চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার তাইমুর হাসান শুভ, মীর্জা রুমন, আগামী নিউজের মোস্তাফিজুর রহমান সুমন, আরটিভির মিঠুন চৌধুরী, সারাবাংলা ডটনেটের অপরাধ বিষয়ক প্রতিবেদক উজ্জল হোসেন জিসান, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের জসিম উদ্দিন মাহির ও আমাদের সময় ডটকমের স্টাফ রিপোর্টার সুশান্ত সাহাসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত পৌনে ১০টায় রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে। ওই রাতেই চ্যানেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রথম পর্ব প্রচারিত হয়। হামলার ঘটনায় রামপুরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭।