ভোটের তারিখ পুনর্বিবেচনা করুন: ঢাবি উপাচার্য
১৭ জানুয়ারি ২০২০ ১৮:৩৪
ঢাকা: ঢাকা সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে ইসিকে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘৩০ তারিখে সিটি নির্বাচন হতেই হবে এটি কোনো অলৌকিক কর্তৃপক্ষ বা ঐশী গ্রন্থ দ্বারা নির্ধারিত বিষয় নয়। যদি আইনি কোনো জটিলতা না থাকে, তাহলে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করুন।’
রাজু ভাস্কর্যের পাদদেশে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসে তিনি এ সব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘আমি মনে করি, ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঠিক করার আগে নির্বাচন কমিশনকে ভালোভাবে ভাবা উচিত ছিল যে, এইদিন কোনো মূল্যবোধ, চেতনার পরিপন্থী হয় কিনা। বাংলাদেশের আবহমান সংস্কৃতিতে সরস্বতী পূজা একটি শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। সব শ্রেণি-পেশার মানুষই এটিতে অংশগ্রহণ করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর আবেদন আরও গভীর। ফলে নির্বাচন কমিশনের এটি বিবেচনায় নেওয়া উচিত।’
দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর সময় নষ্ট না করে অসাম্প্রদায়িক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। এটি পেছানো, পরিবর্তন সব এখতিয়ার নির্বাচন কমিশনের আছে।’
এদিকে পূজার দিনে নির্বাচন বাতিলের দাবিতে সরব রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পূজার দিনে নির্বাচন বাতিলের দাবিতে ১৬ জানুয়ারি দুপুর ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জি এস কাজল দাসসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।
শুক্রবার বিকেল পর্যন্ত অনশনকারীদের ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে রাজু ভাস্কর্যের পাদদেশে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।