Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু


১৭ জানুয়ারি ২০২০ ১৯:৩১

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের সীমানায় পণ্য খালাসের সময় জাহাজের ভেতরে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় রাণী রাসমনির ঘাটের অদূরে একটি লাইটারেজ জাহাজে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিক মো. মনু (৭০) গোপালগঞ্জ জেলার চর দৌলতপুর গ্রামের মৃত আহার শেখের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে জাহাজে যাওয়া স্থানীয় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর পাল সারাবাংলাকে জানান, বর্হিনোঙ্গরের মাদার ভ্যাসেল থেকে একটি লাইটারেজ জাহাজে পণ্য খালাস করা হচ্ছিল। লাইটারেজ জাহাজের শ্রমিক মনু ওই জাহাজের ছাদ থেকে অসতর্কতাবশত এর ভেতরে পড়ে যান।

‘জাহাজের ছাদে ঢাকনা খোলার পর যেখানে পণ্য মজুদ করা হয়, ওপর থেকে সেখানে পড়ে যান শ্রমিক মনু। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তাকে জাহাজে কর্মরত অন্যান্য শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন’, জানান পুলিশ কর্মকর্তা সুবীর।

চট্টগ্রাম বন্দর শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর