Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


১৮ জানুয়ারি ২০২০ ১০:৪৯

ঢাকা: বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নানের মৃত্যুর খবর পেয়েই শোক জানান তিনি।

আব্দুল মান্নানকে জানানো শোক বার্তায় শেখ হাসিনা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তার মত একজন রাজনীতিবিদের মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যাথা উঠলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।

আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর