কর্মস্থলে নিরাপত্তাসহ ১২ দফা দাবি নির্মাণ শ্রমিকদের
১৮ জানুয়ারি ২০২০ ১৮:০৫
ঢাকা: কর্মস্থলে নিরাপত্তাসহ ১২ দফা নিয়ে ‘দাবি দিবস’ পালন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।
ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খানসহ ইনসাবের কেন্দ্রীয়, বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতারা।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নেই। এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের দেখভাল করার কেউ নেই। এই ঝুঁকিপূর্ণ কাজটি করতে গিয়ে জীবন-যৌবনের পেছনেই ব্যয় করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘৩৫ লাখ শ্রমিক নির্মাণ শিল্পে কর্মরত আছেন। বিদেশেও কর্মরত আছেন কয়েক লাখ নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকদের এ কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রায়ই কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। আমরা এসব ঘটনায় ক্ষতিপূরণ চাই, নিরাপত্তা চাই।’
লিখিত বক্তব্যে সংগঠনটি জানায়, শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের অবহেলা ও অপরিকল্পিত ভবন নির্মাণ, ইটভাটার ধোঁয়া ও নির্মাণসামগ্রী যেখানে সেখানে রাখায় পরিবেশের মারাত্মক দূষণ হচ্ছে। যার কারণে নির্মাণ শ্রমিকসহ সাধারণ মানুষ মারাত্মকভাবে স্বাস্থ্যঝুঁকির মধ্যে বাস করছে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাদের মতে, নির্মাণ শিল্পে মালিকের অতি মুনাফা লোভের কারণে নির্মাণ শ্রমিকদের কর্মস্থল আজ মরণস্থলে পরিণত হয়েছে।
মানববন্ধনে নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত পরিবেশ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে কমপক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা, পর্যাপ্ত ক্ষতিপূরণ, বাসস্থান, পেনশন স্কিম, রেশনিং, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে দুর্ঘটনায় আহত-নিহত এবং দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রমিকদের পর্যাপ্ত সাহায্যের মাধ্যমে সামাজিক নিরাপত্তাসহ ১২ দফা দাবি জানানো হয়।