Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের চাপে ডুবে গেছে বরিশালের মীরগঞ্জ ফেরিঘাট


১৮ জানুয়ারি ২০২০ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের চাপে বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাট পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় এই দুর্ঘটনার পর থেকে ওই অঞ্চলের রুটে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ফেরিঘাট সচল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মীরগঞ্জ ফেরিঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকটি ফেরি থেকে উঠে গ্যাংওয়ে পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খাড়া ঢাল থাকায় ট্রাকটি মুহূর্তে পেছনের দিকে পন্টুনে গিয়ে ঠেকে যায়। এতে অতিরিক্ত ওজনের চাপে পন্টুন বেঁকে গিয়ে পানি ঢুকে পড়ে। এ সময় ট্রাকের পেছনের অংশসহ পন্টুন পুরোপুরি এবং গ্যাংওয়ে আশিংক ডুবে যায়।

বিজ্ঞাপন

ঘটনার পর ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে গেছে। ফেরি থেকে ওঠার সময় ট্রাকটির ইঞ্জিনের স্টার্ট বন্ধ না হলে এই দুর্ঘটনা ঘটতো না বলেও মনে করেন রফিকুল ইসলাম।

সড়ক ও জনপথ অধিদফতরের বরিশাল ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজম শেখ জানান, ট্রাকটি অতিরিক্ত মালবোঝাই হওয়ায় দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের খুঁটিগুলো আগে তুলে ট্রাকটি উদ্ধারের পর ক্রেন দিয়ে ডুবে যাওয়া পন্টুন উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সরাসরি যান চলাচলের জন্য ঘাটের পাশে একটি বিকল্প গ্যাংওয়ে স্থাপনের কাজ চলছে।

বৈদ্যুতিক খুঁটি মীরগঞ্জ ফেরিঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর