Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছাল এসএসসি পরীক্ষা, শুরু ৩ ফেব্রুয়ারি


১৮ জানুয়ারি ২০২০ ২০:০৮

ফাইল ছবি: এসএসসি পরীক্ষা

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষা পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে। শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের দিন ঠিক হওয়ায় তারিখ পুনঃবিবেচনার দাবি জানিয়েছে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সেই দাবি বিবেচনায় নিয়ে এদিন বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন।

মোহাম্মদ আবুল খায়ের বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় যে রুটিন দেওয়া হয়েছিল তা বাতিল ঘোষণা করা হয়েছে। আগামীকাল সম্পূর্ণ নতুন রুটিন ঘোষণা করা হবে।

এ বছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

এসএসসি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর