Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-জুডিশিয়ারি স্থাপন কেন নয়: হাইকোর্ট


১৯ জানুয়ারি ২০২০ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সব আদালত ই-জুডিশিয়ারির আওতায় আনতে এবং ই-কোর্ট স্থাপনে কেন দ্রুত নির্দেশনা দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৩ জানুয়ারি রিট শুনানি শেষ হয়।

রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আদেশে আগামী ৯০ দিনের মধ্যে ই-জুডিশিয়ারি স্থাপন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। আইন সচিব, তথ্য-প্রযুক্তি (আইসিটি) সচিব, মন্ত্রীপরিষদ সচিব, পরিকল্পনা সচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানসহ ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রিট আবেদনে বলা হয়, বিশ্বের অনেক দেশের আদালত ই-জুডিশিয়ারির আওতাভুক্ত। মামলা জটের কারণে বিচারপ্রার্থীর সময় ও সম্পদ (অর্থ) নষ্ট হচ্ছে যা সংবিধান পরিপন্থী।

ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, ই-জুডিশিয়ারি চালু হলে আদালতের আদেশ অল্প সময়ের মধ্যে প্রতিপালন করা সহজ হবে। ফলে জামিন আদেশ, সাজা পরোয়ানা মুহূর্তে দেশের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর