Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলো সরকার


১৯ জানুয়ারি ২০২০ ১৬:৩৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৬:৩৭

ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করতে ইতিমধ্যেই সিঙ্গাপুর দূতাবাসকে সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য এন্ড্রু কিশোর গেলো সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে গত ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপি শুরু হয়েছে তার। ৩টি সাইকেলে মোট ১২টি কেমোথেরাপি দেওয়া হবে তাকে।

অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। বিশেষ করে বাংলা ছবির প্লেব্যাকে এক চেটিয়া রাজত্ব করেছেন এন্ড্রু কিশোর। আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার গাওয়া অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা। সেসব গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ওগো বিদেশিনী’।

এন্ড্রু কিশোর চিকিৎসা টপ নিউজ শেখ হাসিনা সরাকর

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর